জৌলুস বাড়ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের। তৃতীয় আসরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে টুর্নামেন্টের আয়োজক চট্টগ্রাম আবাহনী। কোন কোন দল খেলবে তা ঠিক করতে মাঠে নেমে পড়েছেন কর্মকর্তারা।
ভারতের দুই ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান ও ইস্ট বেঙ্গলকে নিশ্চিত করতে এই মুহূর্তে কলকাতায় রয়েছেন শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী তরফদার মো: রুহুল আমিন। কলকাতা থেকে এ দেশের ফুটবল প্রেমীদের সুখবর দিয়েছেন তিনি।
মোহনবাগান নিশ্চিত করেছে এবারের আসরে অংশ নিচ্ছে তারা। মোহনবাগানের কর্মকতাদের সাথে ৯ আগস্ট শুক্রবার দেখা করেছেন তরফদার মো: রুহুল আমিন। আলোচনার পর মোহনবাগান শেখ কামাল ক্লাব কাপ টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।
১০ আগস্ট শনিবার ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের সাথে দেখা করবেন তরফদার মো: রুহুল আমিন। আট দল নিয়ে অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে শেখ কামাল ক্লাব কাপ আয়োজন করতে চায় চট্টগ্রাম আবাহনী।
বাংলাদেশের তিন ক্লাব বসুন্ধরা কিংস, ঢাকা ও চট্টগ্রাম আবাহনী, ভারতের ইস্ট বেঙ্গল ও মোহনবাগান এবং আরও তিনটি বিদেশী দল নিয়ে হবে এবারের আসর।