জমজমাট এক টুর্নামেন্টের আভাস মিলছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের। কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগানের পর এবার শেখ কামাল ক্লাব কাপে খেলার সম্মতি জানিয়েছে আরেক ঐহিত্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গল।
কলকাতা থেকে এই খবর জানিয়েছেন শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের প্রধান সমন্বয়কারী তরফদার মো: রুহুল আমিন। আজ ১০ আগস্ট ইস্ট বেঙ্গলের কর্মকর্তাদের সাথে দেখা করেন তিনি। সেখানেই তরফদার মো: রুহুল আমিনকে পাকা কথা দিয়েছে ইস্ট বেঙ্গলের কর্মকর্তারা
এর আগে গতকাল ৯ আগস্ট মোহনবাগান নিশ্চিত করে শেখ কামাল ক্লাব কাপে অংশ নেবে তারা। তাই স্বাভাবিকভাবেই কলকাতা মিশন সফলভাবে শেষ করলেন তরফদার মো: রুহুল আমিন।
মোহনবাগান ও ইস্ট বেঙ্গলের অংশগ্রহণ শেখ কামাল ক্লাব কাপের আকর্ষণ বাড়িয়ে দেবে বহুগুণে। কারণ এই দুই ক্লাবের রয়েছে কোটি কোটি সমর্থক। তাই ভারতের ফুটবল দর্শকরা আগ্রহ সহকারে চোখ রাখবেন এই টুর্নামন্টের দিকে।
শেখ কামাল ক্লাব কাপ সফলভাবে আয়োজনে ও এর জৌলুস বাড়াতে চেষ্টার কোন ত্রুটি রাখছেন না আয়োজক চট্টগ্রাম আবাহনীর কর্মকর্তারা। প্রধান সমন্বয়কারী তরফদার মো: রুহুল আমিন এরই মধ্যে ঘোষণা দিয়েছেন এবার চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে ৫০ হাজার ইউএস ডলার। রানার্স আপ পাবে ২৫ হাজার ডলার। আর অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে ১০ হাজার ডলার করে।
বাংলাদেশের তিন ক্লাব বসুন্ধরা কিংস, ঢাকা ও চট্টগ্রাম আবাহনী, ভারতের ইস্ট বেঙ্গল ও মোহনবাগানের সাথে যোগ হবে আরও তিনটি বিদেশী দল। আট দলের এই টুর্নামেন্ট অক্টোবরের তৃতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে।