শেখ রাসেল জাতীয় স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত শেখ রাসেল জাতীয় স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বালক এককে বিশাল শর্মা ও বালিকা এককে চ্যাম্পিয়ন হয়েছেন মাধুর্য বিশ্বাস।

বালক দ্বৈতে রিজওয়ান ও ওয়ালিউল্লাহ জুটি এবং বালিকা দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন রোকেয়া খাতুন ও তানজিলা জুটি। রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব কে এম শহিদুল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সম্পাদক ওয়াহিদুজ্জামান রাজু। প্রতিযোগিতায় মোট ৩৫০ জন খুঁদে খেলোয়াড় অংশ গ্রহণ করেন।

Share.

Comments are closed.