শেখ হাসিনাকে ইরানের রাষ্ট্রপতির অভিনন্দন

0
চতুর্থবারের মতো বিজয়ী হয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইরানের রাষ্ট্রপতির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। ঢাকায় নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাওফর আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে ইরানের রাষ্ট্রপতির পক্ষ থেকে অভিনন্দন জানান। রেজা নাওফর শেখ হাসিনাকে একজন বিচক্ষণ ও দূরদর্শী প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করেন। এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাষ্ট্র পরিচালনার প্রশংসা করেন। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের নানা দিক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের জনগণের জীবন-মানের উন্নয়নে তাঁর সরকার কঠোর পরিশ্রম করে যাচ্ছে।’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় বিশ্ব নেতাদের পক্ষ থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা অব্যাহত রয়েছে। ৩০শে ডিসেম্বর নির্বাচন আনুষ্ঠানের পর দিন সোমবার সকালে শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, সৌদি আরবের বাদশা ও যুবরাজ, কাতারের আমির, ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, শ্রীলংকার প্রেসিডেন্টস, ফিলিস্তিনের প্রেসিডেন্ট এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী আওয়ামী লীগের বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আরও অভিনন্দন জানান সংযুক্ত আরব আমিরাত, দুবাই, ফিজি, ও ভুটানের রাষ্ট্রপ্রধানরা। আবুধাবির ক্রাউন প্রিন্স ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডারও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
Share.

Comments are closed.