আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে নোয়াখালীতে আজ উন্নয়নের জোয়ার বইছে। নোয়াখালী বিএনপির ঘাঁটি নয়, আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত হয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বুধবার বিকালে নোয়াখালী কবিরহাট উপজেলায় কবিরহাট সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ ১০ বছর পর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। নুরুল আমিন রুমির সভাপতিত্বে কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল আনম সেলিম চৌধুরী, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীসহ কেন্দ্রীয় জেলার নেতৃবৃন্দরা।