শেখ হাসিনার কক্সবাজার সফর ঘিরে শহরজুড়ে সাজ সাজ রব

0

আগামী ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার সফর ঘিরে শহরজুড়ে এখন সাজ সাজ রব। সড়ক সংস্কারের পাশাপাশি রাঙিয়ে তোলা হচ্ছে সড়ক বিভাজক। নেতাকর্মীদের ব্যানার—ফেস্টুনে ছেঁয়ে গেছে অলিগলি৷ জনসভায় স্মরণকালের সর্বোচ্চ সংখ্যক লোকসমাগম ঘটিয়ে চমক দেখাতে চান জেলা আওয়ামীলীগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার সফর ঘিরে সড়ক মেরামত থেকে শুরু করে চলছে সৌন্দর্য্য বর্ধন ও পরিষ্কার পরিচ্ছন্নতার মহাকর্মযজ্ঞ। আগামী ৭ ডিসেম্বর কক্সবাজার জনসভায় অংশ নিবেন সরকার প্রধান, তাই শহরজুড়েই এখন সাজ সাজ রব। দীর্ঘদিন পর দলীয় সভাপতির আগমনে তৃণমূল নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। অলিগলি থেকে শুরু করে মহাসড়ক ছেঁয়ে গেছে ব্যানার—ফেস্টুনে। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া জনসভায় স্বরণকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটিয়ে চমক দিতে চায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর কক্সবাজার আগমনে শুধু সাজসজ্জাই নই, পুরো কক্সবাজারকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে বলে জানালো পুলিশ প্রশাসন। ২০১৭ সালে সবশেষ কক্সবাজারে মহাসমাবেশে যোগ দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা।

Share.

Comments are closed.