শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লড়াই অব্যাহত থাকবে

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লড়াই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে নূর হোসেন স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দলটি সরকারে থাকতেও গণতন্ত্রের ক্ষতি করেছে, বিরোধী দলে গিয়েও তারা গণতন্ত্রের ক্ষতি করেছে।’ তিনি বলেন, ‘বিএনপিকে প্রতিজ্ঞা করতে হবে, তারা আগুন-সন্ত্রাস করবে না। তাদেরকে তা মাঠে বাস্তবায়ন করতে হবে। জাতীয় পতাকা লাঠির সঙ্গে বেঁধে তাদের আন্দোলন করাও আরেক সন্ত্রাস। এটা বন্ধ করতে হবে।’ তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলনে গণতন্ত্র মুক্তি পেয়েছে, শৃঙ্খল মুক্তি পেয়েছে, কিন্ত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বাংলাদেশে অনেক প্রতিবন্ধকতা আছে। গণতন্ত্রকে বারবার বাধাগ্রস্ত করা হয়েছে।

Share.

Comments are closed.