শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে একজন নিহত

0

ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের লাঠির আঘাতে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্বজনরা জানায়, উপজেলা খালকুলা গ্রামের আমজাদ হোসেনের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে চাচাতো ভাইদের সাথে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ জমিতে গেলে আমজাদকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

Share.

Comments are closed.