শোবিজের জন্য তৈরি হচ্ছেন মডেল অভিনেত্রী তাসনিম ইসলাম

0
শোবিজে প্রতিষ্ঠা পেতে নিজেকে তৈরী করছেন মডেল অভিনেত্রী তাসনিম ইসলাম। ঢাকার মেয়ে তাসনিম এর সাথে আলাপচারিতায় উঠে আসে তার স্বপ্নের কথা। ছোট বেলা থেকেই তাসনিম চঞ্চল প্রকৃতির, নাচ গান অভিনয়ের প্রতি দূর্বলতাও সেই বয়স থেকেই। বর্তমানে তিনি নাচ ও অভিনয়ের উপর প্রশিক্ষণ নিচ্ছেন। এফডিসির কাছাকাছি বাড়ী হওয়ায় অনেক নামী দামী পরিচালকের সাথেই তার জানাশোনা রয়েছে, চলচ্চিত্রে অফারও পাচ্ছেন বলে জানান এই তরুণী, তবে ভালো গল্প ও গুরুত্বপূর্ণ চরিত্র ব্যতিত চলচ্চিত্রে অভিনয় না করার কথা স্পষ্ট জানিয়ে দেন। স্বাধীনচেতা এই তরুণীর নিজ নামে একটি ফ্যাশন হাউজ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তাসনিম জানান সম্প্রতি একজন পরিচালকের সাথে তার কথা হয়েছে, যিনি নতুন বছরে তাকে নিয়ে ছবি নির্মাণ করতে চান।শোবিজের হাতছানি তাকে কতদূর নিয়ে যায় সেটা দেখতে হলে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
Share.

Comments are closed.