সংবিধান পরিবর্তনের দুঃসাহস বিএনপির কিভাবে হয়

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান পরিবর্তনের দুঃসাহস বিএনপির কিভাবে হয় তা ডিসেম্বরে বুঝিয়ে দিবে আওয়ামী লীগ। আর মির্জা ফখরুল ২-৩ টা সমাবেশ করে ভাব নেয় ক্ষমতায় চলে এসেছে। ডিসেম্বরে বিজয়ের মাসে বিএনপির সঙ্গে খেলা হবে। বুধবার খিলগাঁও থানা ও ১, ২, ৩ ও ৭৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু হত্যাকান্ডে জিয়াউর রহমান যদি পেছনে না থাকতো তাহলে বঙ্গবন্ধুকে হত্যা করার সাহস পেতো না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ডিসেম্বর মাসে সমুদ্রের গর্জন শুনতে পাবে। আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে বাস ও মানুষ পুড়িয়ে হত্যা করেছিলো বলেই বিএনপির সমাবেশে বাসমালিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছে। বিএনপি ভয় দেখায় হুংকার দেয় মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম বলেন, এসব হুংকার বিএনপি’র লুকোচুরি রাজনীতি ছাড়া কিছুই নয়। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, ঢাকাসহ সকল বিভাগের সম্মেলন করার পর ডিসেম্বরে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। জনপ্রিয়তার ভিত্তিতেই বিএনপির সঙ্গে প্রতিযোগিতা হবে বলে জানান আওয়ামী লীগ নেতারা।

Share.

Comments are closed.