সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

0

পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মোটরসাইকেলটি পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া কৃষি খামার মোড় পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলেই সুমন ঘোষ নামে একজন মারা যান। আহতবস্থায় আরেক আরোহী আরিফুল ইসলামকে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

Share.

Comments are closed.