কৃষিখাত থেকে শুর করে সব খাত প্রযুক্তি বান্ধব করে গড়ে তুলতে পারলে দেশে বিপ্লব ঘটবে। বৃহস্পতিবার রাজধানীর অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে শিশুদের বিঙান প্রদর্শনী মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। পরিবর্তনশীল বিশ্ব এবং প্রকৃতির নানান বিপর্যয়কে চ্যালেঞ্জ জানাতেই ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলা জরুরি বলেও মন্তব্য করেন বক্তারা।
প্রকৃতিতে বিজ্ঞান ও প্রযুক্তি নানা ধরনের প্রভাব বিস্তার করেছে। এখন বিশ্বে বিজ্ঞানের শক্তিবলে প্রকৃতি মানুষের হাতের মুঠোয় এসেছে। সেই শক্তিকে কাজে লাগাতেই এই জেনারেশন কে দক্ষ করে গড়তেই নিরলস কাজ করে যাচ্ছে অস্ট্রলিয়ান ইন্টার ন্যাশনাল স্কুল। কোমলমতি এই শিক্ষার্থীদের খুদে বিজ্ঞানী হিসেবে গড়েতুলতে প্রতিষ্ঠানটির প্রচেষ্টার যেন কমতি নেই। শিশুদের উদ্ভাবনী নিয়ে আয়োজিত বিজ্ঞান মেলায় ফুটে উঠে প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ নিয়ে ভাবনার নানান চিত্র। যা দেখে উচ্ছসিত অবিভাবক ও শিক্ষকেরা। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ যা আমাদের দেশের প্রকৃতির একটি প্রধান অংশ। আর এ খাতে সঠিক ভাবে প্রযুক্তিগত দক্ষ জনবল গড়ে তুলতে পারলে ঘটবে বিপ্লব তাই আমাদের প্রজন্মকে গোড়া থেকেই গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন ডক্টর সেজুতি রহমান। সময়ের সাথে বিশ্ববেপী প্রাকৃতিক দুর্যোগ যেভাবে বাড়ছে সেভাবে সবাইকে চ্যালেঞ্জ নিয়েই আমাদের পরবর্তী প্রজন্মকে গড়তে পারলে ভবিষ্যত জন সংখ্যাই হবে জন শক্তি বলেও মন্তব্য করেন বক্তারা।