সব বাধা উপেক্ষা করে স্নেহা এগিয়ে যেতে চায় স্নেহা

0

খেলতে গিয়ে বৈদ্যুতিক দুর্ঘটনার শিকার হয়ে ৬ বছর বয়সে দুহাত কেটে ফেলতে হয়। জীবনের শুরুতে ডাক্তার হবার স্বপ্ন থাকলেও এখন তা যেন অনেক দূরের ঝাপসা পথ। তবে এসকল প্রতিকূলতর কিছুইা দমিয়ে রাখতে পারেনি খুলনার সপ্তম শ্রেণীর ছাত্রী স্নেহাকে। প্রতিবন্ধীতা যে প্রতিভাকে দমিয়ে রাখতে পারে না, তারই জানান দিতে চায় শিশুটি।

খুলনার মুজগুন্নী এলাকায় একটি ভাড়াবাড়ির ছাদে বন্ধুদের নিয়ে খেলতে গিয়ে একটি রড এর সাথে বিদ্যুতের সংস্পর্শ হলে দু’হাত পুড়ে অজ্ঞান হয়ে যায় স্নেহা। আটবার অপারেশন করার পর ঢাকার বার্ন ইন্সটিটিউটে কেটে ফেলা হয় তার দুই হাত। দু হাত কেটে ফেলা হলেও পড়াশুনার প্রতি অদম্য চেষ্টা তার। এখনও গুমড়ে কাঁদেন স্নেহার বাবা-মা। ক্লাসের সব চেয়ে শান্ত এবং প্রতিভাবান শিক্ষার্থী স্নেহাকে নিয়ে অনেক প্রত্যাশা শিক্ষকদেরও। শরীর এবং সমাজের সব বাধা উপেক্ষা করে স্নেহা এগিয়ে যেতে চায় আলোর পথে।

Share.

Comments are closed.