তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যেই বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চায়। সরকার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কাউকে অনুমতি ও লাইসেন্স দিতে পারে না। শনিবার দুপুরে চট্টগ্রাম আওয়ামী লীগ নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। এদিকে রোববার আয়োজিত পলোগ্রাউন্ডের সমাবেশকে স্মরণীয় করে রাখতে চলছে নানা ধরণের প্রস্তুতি। এ উপলক্ষে নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। এরই মধ্যে মঞ্চ তৈরিসহ সকল প্রস্তুতি প্রায় শেষ।
রোববার চট্টগ্রামে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পলোগ্রাউন্ড মাঠে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।বঙ্গবন্ধু কন্যাকে বরণ করে নিতে সবধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় আওয়ামী লীগ। শনিবার দুপুরে সমাবেশস্থল পরিদর্শনে যান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, চট্টগ্রামের যে জনগণের ভোটে সরকার নির্বাচিত হয়েছে, তাদের সাথে দেখা করতেই এই সমাবেশ আসছেন প্রধানমন্ত্রী। জনসভা শুধু পলোগ্রাউন্ড মাঠে সীমাবদ্ধ থাকবে না। বিস্তীর্ণ চট্টগ্রামে ছড়িয়ে পড়বে। কারণ চট্টগ্রামের সর্বত্র এখন শেখা হাসিনার হাতের উন্নয়নের ছোঁয়া। এমন দাবি স্থানী আওয়ামী লীগ নেতাদের। প্রধানমন্ত্রী রোববার সকালে ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে সামরিক বাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দেবেন। পরে পলোগ্রাউন্ডের জনসভায় যোগ দেবেন তিনি।