সরকারি কর্মচারীদেরকে জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করার আহবান

0

‘সরকারি কর্মচারীদেরকে জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিসিএস প্রশাসন একাডেমিতে ১২৪, ১২৫ ও ১২৬তম আইন ও প্রশাসন কোর্সগুলোর সমাপনী ও প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান অনুষ্ঠানে এ আহবান জানিয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। এখন থেকে অতীতে আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করতে হবে।

সরকারের নবীন কর্মকর্তাদের উদ্দেশ করে প্রধানমনস্ত্রী শেখ হাসিনা বলেন, সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের ভাগ্যবদলে কাজ করতে হবে। এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৮-এর নির্বাচনে আমরা ঘোষণা দেয়া হয়েছিলো রূপকল্প ২০২১। তারই পরিপ্রেক্ষিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে নির্দিষ্ট কাজগুলো করা হয়। মানুষের কল্যাণে যা কাজে লাগবে, পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে সে ধরেণের নীতিমালা হচ্ছে। বৈশ্বিক পরিস্থিতির চিত্র তুলে ধরে সরকার প্রধান বলেন, করোনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে প্রতিটি দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এ কারণে জ্বালানির দাম বাড়ায় অস্থিরতা বেড়েছে। সেজন্য এই মুহূর্তে করণীয় কী, তা ঠিক করতে হবে।

Share.

Comments are closed.