নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার অভিযোগ সরকারের অবহেলার কারনে বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ঘটেছে । বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
বঙ্গবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি মেয়রের দায়সারা বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, দেশকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এই সরকারের আমলে কোনো কিছুই নিরাপদ নয়। করোনার সময় সাধারন মানুষের দুর্গতির শেষ না থাকলেও কিছু ব্যক্তি বড়লোক থেকে আরও বড়লোক হয়। এখনও বাজারে নিত্যপণ্যের বাজারে আগুনোর স্পর্শে মরছে সেই সাধারন মানুষই।