সরকারের পতন ঘটিয়ে সকল হামলা মামলার প্রতিশোধ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। কারাবন্দি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে দলটির পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ তারা এ কথা বলেন। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি রুখতে সতর্ক অবস্থানে ছিলো পুলিশ।
নেতাকর্মীদের গ্রেফতার ও হত্যার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে সমাবেশ শুরুর আগে সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সমাবেশের প্রধান অতিথি দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ১০ ডিসেম্বর সরকার পরাজয়বরণ করেছে আর বিজয় হয়েছে জনগগণের। সমাবেশে বিএনপি নেতারা বলেন, দেশের মানুষ যেমন আওয়ামী লীগ সরকারকে বাতিল বলে ঘোষনা করেছে, তেমনি বিদেশীরাও এই সরকারকে বাতিল ঘোষন করেছেন। প্রতিবাদ সমাবেশকে ঘিরে বিএনপি কার্যালয়ের সামনের নাইটিংগেল-ফকিরাপুল সড়ক বন্ধ রাখা হয় । অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে ছিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।