সরকারের সহযোগিতার জন্যই বিএনপি সভা সমাবেশ করতে পারছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাচসাসের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৫৩ বছরের পুরনো সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির বাচসাসের নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহন অনুষ্ঠানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বিএনপির উদ্দেশ্য বলেন, তারা গণতান্ত্রিক আন্দোলন করলে কোনো আপত্তি নেই। যদিও তারা আওয়ামী লীগের বিরোধী সময়ে কঠোর ছিলো। এসময় তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার ইতিহাস নেই, পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির আছে। এর আগে মন্ত্রী বাচসাসের নবনির্বাচিতদের সাথে অনুষ্ঠানে অংশ নিয়ে চলচ্চিত্রের উন্নয়নে সরকারে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।