সরকার অনুমতি দিক বা না দিক, সংঘাত এড়িয়ে আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই বিএনপি গণসমাবেশ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ঢাকা জেলা বিএনপির নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সমানে বিএনপির সমাবেশ করার বিষয়ে এখনও অনুমতি মেলেনি পুলিশের। তবে পুলিশের অনুুমতি না পেলেও বিএনপি ওইদিন নির্ধারিত স্থানে সমাবেশ করবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে অভিযোগ করে তিনি বলেন, অতীতে বিএনপির সব সমাবেশেই আওয়ামীলীগ কোনো না কোনো সংঘাতের পায়তারা করেছে। সামনের সমাবেশকে ঘিরেও তারা প্রতি ওয়ার্ডে পাহারা বসানোর নামে সংঘাত সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ঢাকার গণসমাবেশ থেকে সরকারের পতনের কোনো ঘোষণা দিতে চায় কিনা জানতে চাইলে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশেই তা জানানো হবে।