সরকার চাচ্ছে না বিদেশিরা দেশের ডলার নিয়ে যাক। দেশের দক্ষ জনশক্তি কাজে ব্যবহার করলে ৬ বিলিয়ন ডলার দেশের বাইরে যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত টেক্সটাইল প্রকৌশল বিভাগের উদ্যোগে ‘বস্ত্র এবং তৈরি পোশাক শিল্পে বিদেশি কর্মীদের আধিপত্য আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ কাঠামো’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন বাংলাদেশ হবে একটি স্বপ্নময় সোনার দেশ। সরকার বস্ত্র প্রকৌশলীদের সহায়তা দিতে অঙ্গিকাবদ্ধ বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বস্ত্র পোশাক শিল্পের পরিবেশ সুন্দর করার আহ্ববান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে বস্ত্র শিল্পের ওপর আরও গবেষণা করতে হবে।আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, বস্ত্র ও পোশাক শিল্পে আওয়ামী লীগ সরকারের স্বনির্ভর সক্ষমতা আছে ৷