সরকার নাগরিকদের সাংবিধানিক অধিকারকে ক্রামগত হরণ করে চলছে বলে অভিযোগ বাম গণতান্ত্রিক জোটের। রাজনৈতিক দলের সভা-সমাবেশ, মিছিল করার অধিকার দেশের সংবিধান দ্বারা সংরক্ষিত থাকলেও সরকার জনগণের সেই অধিকার হরণ করে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন জোটের নেতারা।
দেশের চলমান রাজনৈতিক সংকট ও নিত্যপণ্যের উর্ধমূল্যে ধারাবাহিক প্রতিবাদের অংশ হিসেবেই বাম গণতান্ত্রিক জোটের এই সংবাদ সম্মেলন। সরকার জনগণের সকল সাংবিধানিক অধিকার হরণ করে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে বলে এ সময় অভিযোগ করা হয় জোটের পক্ষ থেকে। মূল সমস্যা থেকে জনগণের দৃষ্টি আড়াল করতেই বিএনপির সমাবেশ নিয়ে সরকার অহেতুক জটিলতার সৃষ্টি করছে বলে মন্তব্য করা হয় সংবাদ সম্মেলনে। দব্যমূল্য বৃদ্ধি, রাজনৈতিক কর্মসূচিতে বাঁধা প্রদানের বিরুদ্ধে সারাদেশে আগামী ১৩ ডিসেম্বর প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।