সরকার ভয় পাচ্ছে বলেই ১০ ডিসেম্বরের সমাবেশ বানচাল করতে নানা অপতৎপরতা চালাচ্ছে

0

সরকার ভয় পাচ্ছে বলেই ১০ ডিসেম্বরের সমাবেশ বানচাল করতে নানা অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় নাগরিক ঐক্য অফিসে বিএনপির প্রতিনিধিদের সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠকে তিনি একথা বলেন। এ সময় তারা বলেন, সমাবেশ ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে ক্ষমতাসীন দলকেই তার দায় নিতে হবে।

সরকারবিরোধী একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়তে দ্বিতীয়বারের মতো বিএনপির সঙ্গে বৈঠকে বসলো গণতন্ত্র মঞ্চ। আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে সরকার আতংকিত হয়ে পড়েছে। তাই এই সমাবেশ বানচাল করতে সরকার নানা অপতৎপরতা চালালেও তা সফল হবে না বলে করা হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। বৈঠকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, পরস্পরের মধ্যে একটা সর্ববৃহৎ ঐক্য গড়ে তুলে ফ্যাসিবাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের প্রচেষ্টায় বিএনপিকে নৈতিক সমর্থন জানাচ্ছে গণতন্ত্র মঞ্চ। এই সমাবেশকে ঘিরে সরকার যেভাবে উস্কানি দিচ্ছে তাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় সরকারি দল ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিতে হবে বলে মন্তব্য করেন বক্তারা।

Share.

Comments are closed.