বৈশ্বিক সংকট মোকাবিলা করে সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে “বিগ”এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, নতুন প্রজন্ম স্টার্টআপ বা উদ্যোক্তাদের কাছে “বিগ” সফলতা ও অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। শুধু তাই নয়, জাতীয় সম্মান হিসেবে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও কাজ করবে এ ইনোভেশন গ্র্যান্ট। তিনি বলেন, তরুণ প্রজন্মকে উদ্ভাবনী মেধা সম্পন্ন করতে বর্তমান সরকার নিয়মিত কাজ করছে।