সহসাই জ্বালানি তেলের দাম কমানোর কোন সুযোগ নেই

0

সহসাই জ্বালানি তেলের দাম কমানোর কোন সুযোগ নেই বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সম্প্রতি দেশের বড় অংশে বিদ্যুৎ বিপর্যয়ের পেছনে বিএনপির কোন ষড়যন্ত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। সকালে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে নসরুল হামিদ বলেন, কেন হঠাৎ জাতীয় গ্রিডে এই সমস্যা হলো, সেটা জানতে তদন্ত কমিটির প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।

বিশ্ববাজারে তেল-গ্যাসের অস্থিতিশীলতায় দেশে কয়েকমাস ধরে চলছে বিদ্যুৎ সাশ্রয়ে লোডশেডিং। এরই মাঝে মঙ্গলবার দেশের বড় অংশ জুড়ে ঘটে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা। এ অবস্থায় সকালে নিজ বাসভবনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী দাবি করেন, আগের তুলনায় লোডশেডিং পরিস্থিতি সহনীয় পর্যায়ে এসেছে। তবে তেল-গ্যাস আমদানীর বিকল্প কোন উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্প্রতি বিদ্যুৎ বিপর্যয়ের মতো ঘটনা আবার ঘটবে বলে বিএনপি নেতাদের মন্তব্যের প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, এই ঘটনার পেছনে বিএনপির কোন ষড়যন্ত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আধুনিক প্রযুক্তি সম্পন্ন নিরবিচ্ছিন্ন গ্রিড পেতে প্রায় দুবছরের মত সময় লাগবে বলে সাংবাদিকদের জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

Share.

Comments are closed.