সাতক্ষীরায় ভুয়া এনজিও খুলে সাধারণ মানুষের কোটি টাকা আত্নসাৎকারী হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে রেব-০৬।
গোপন সংবাদের ভিত্তিতে রেবের একটি টিম সোমবার বিকালে সাতক্ষীরার পলাশপোল এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সাতক্ষীরা সদর থানার পলাশপোল এলাকার বাশিন্দা আজিজুর রহমানের ছেলে মো. হাবিবুর রহমান ও তার সহযোগীরা মিলে ২০১৯ সালে বনলতা সঞ্চয় ও ঋনদান সমবয় সমিতি লিমিটেড নামে একটি ভুয়া এনজিও প্রতিষ্ঠা করেন। অধিক লাভের প্রলোভন দেখিয়ে স্থানীয় সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়ে এক সময় অফিস বন্ধ করে আত্মগোপন করেন।