বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে সোমবার ভোর থেকে সাতক্ষীরায় হালকা বৃষ্টি হচ্ছে। ফলে রাস্তাঘাটে লোক চলাচল কম করছেন। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আগাম সতর্ক বার্তা থাকায় খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছেন না।
দুপুর থেকে জোয়ার শুরু হওয়ার সাথে সাথে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির জানান, জেলায় পানি উন্নয়ন বোর্ডের দুটি বিভাগের ৭৮০ কিলোমিটার বেড়ীবাঁধ রয়েছে। এর মধ্য ১০ টি পয়েন্টে ৮০ কিলোমিটার বাঁধ ঝুকিপূর্ন অবস্থায় রয়েছে। বেড়ীবাধ ভাঙ্গন এড়াতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ২০ হাজার জিও ব্যাগ মজুদ রাখা হয়েছে।