সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলের রংপুরের সিরাক জাহান স্বপ্না, ঠাকুরগাঁওয়ের স্বপ্না রানী, সোহাগী কিসকুকে বরণ করে নেয়া হলো উষ্ণ ভালোবাসায়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ঢাকা থেকে বিমানযোগে তারা নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন।
এসময় বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আহম্মেদ আজাদসহ অন্যরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। বিমানবন্দরে বরণের পর ছাদখোলা জীপ গাড়িতে স্বপ্নাসহ ৩ সাফ জয়ী নারী ফুটবলারকে রংপুর নগরী প্রদক্ষিণ করানো হয়। এরপর পাবলিক লাইব্রেরী মাঠে তাদের সংবধর্না দেো হয় জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা মহিলা ক্রীড়া সংস্থা।