সাভারে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ

0
বেতন বৈষম্যের প্রতিবাদে সাভারে আজও বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকেরা। রবিবার সকাল থেকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বাইপাইল-আবদুল্লাপুরসহ বিভিন্ন সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে, পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, ওই এলাকার অন্তত ৩০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিক পক্ষ। মোতায়েনে করা হয়েছে অতিরিক্ত পুলিশ। নতুন মজুরি কাঠামো অনুযায়ী প্রতিশ্রুত মজুরি না দেওয়া এবং মজুরি কাঠামো পরিবর্তনের দাবিতে গত এক সপ্তাহ ধরে আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায়, সেই সাথে রাজধানীর উত্তরা, মিরপুরসহ কয়েকটি এলাকায় শ্রমিক বিক্ষোভ চলছে। শ্রমিকেরা বলছেন, নির্বাচনের আগে বেতন বৃদ্ধির ঘোষণা দিয়ে টাকা না দেওয়ায় শ্রমিকদের ক্ষোভ বেড়েছে। শ্রমিকদের বিক্ষোভ ঠেকাতে বিভিন্ন সড়ক ও কারখানার সামনে সামনে টহল দিচ্ছে পুলিশ ও বিজিবি।
Share.

Comments are closed.