কড়া নিরাপত্তার মধ্যে সকাল থেকে সাভার ও আশুলিয়ার কারখানাগুলোতে কাজে যেতে শুরু করেছেন পোশাক শ্রমিকেরা। গতকাল রবিবার বিকেলে সচিবালয়ে, সরকার, মালিক-শ্রমিক প্রতিনিধিদের বৈঠক শেষে মজুরি বাড়ানোর কথা জানান শ্রম সচিব আফরোজা খান।
এ সময়, মজুরি সমন্বয় হওয়ায় শ্রমিকদের কাজে যোগ দেয়ার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
গতকাল প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে পোষাক খাতের শ্রমিকদের মজুরি সমন্বয় করে বাড়ানোর সিদ্ধান্ত নেয় শ্রম মন্ত্রণালয়। পরে, সচিবালয়ে বৈঠক শেষে সরকার, মালিক, শ্রমিক প্রতিনিধিদের সভা শেষে বৈঠকের তথ্য তুলে ধরে শ্রম সচিব আফরোজা খান জানান, ১ম গ্রেডে ১৩০০০ টাকা থেকে বেড়ে ১৮২৫৭, ২য় গ্রেডে ১০৯০০ টাকা থেকে বেড়ে ১৫৪১৬ টাকা, ৩য় গ্রেডে ৬৮০৫ টাকা থেকে বেড়ে ৯৮৪৫, ৪র্থ গ্রেডে ৬৪২০ টাকা থেকে বেড়ে ৯৩৪৭ টাকা, ৫ম গ্রেডে ৬০৪২ টাকা থেকে বেড়ে ৮৮৭৫ টাকা, ৬ষ্ঠ গ্রেডে টাকা থেকে বেড়ে ৫৬৭৮ টাকা থেকে বেড়ে ৮৪০৫ টাকা এবং সর্বনিম্ন মজুরি ৭ম গ্রেডে ৫৩০০ টাকা থেকে বেড়ে ৮০০০ টাকা হয়েছে।
এর আগে, পোশাক খাতের মজুরি কাঠামো নিয়ে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকরা গত ৭ দিন ধরে বিক্ষোভ করে আসছে।
বেতন বৈষম্যের প্রতিবাদে আন্দোলনরত শ্রমিকদের শান্ত করতে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত কয়েক দিনে বিভিন্ন সময়ে পুলিশের সাথে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। নিরাপত্তার জন্য বন্ধ ঘোষণা করা হয় বেশ কয়েকটি পোষাক কারখানা।
সাভারে কাজে যোগ দিচ্ছেন পোশাক শ্রমিকরা
0
Share.