সালমান এফ রহমান ও জয়কে উপদেষ্টা নিয়োগ

0
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হলেন সালমান এফ রহমান; আইসিটি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে সজীব ওয়াজেদ জয়কে। এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচজন উপদেষ্টাকে আবারও নতুন করে নিয়োগ দেওয়া হয়। রাজনৈতিক উপদেষ্টা হিসেবে এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মসিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী, বিদ্যুৎ-জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও নিরাপত্তা উপদেষ্টা হিসেবে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিককে নিয়োগ দেয়া হয়। নতুন সরকারের মন্ত্রিসভা শপথের এক সপ্তাহ পর গেল রবিবার ওই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেসের ক্ষমতা বলে ৭ জানুয়ারি ওই পাঁচ ব্যক্তিকে উপদেষ্টা নিয়োগ দিয়ে দায়িত্ব অর্পণ করেছেন। উপদেষ্টা পদে থাকা ব্যক্তিগণ মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
Share.

Comments are closed.