দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে খ্রিষ্টানদের অন্যতম প্রধান উৎসব হ্যালোইন উদযাপনের অনুষ্ঠানে পদদলনের ঘটনায় এখনও সাড়ে ৩ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে।
পূর্ব এশিয়ার এই দেশটির রাজধানী সিউলের প্রশাসন এই তথ্য জানিয়েছে। রোববার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এদিকে শনিবার রাতের ওই ঘটনায় কমপক্ষে ১৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮২ জন। সিউলের মেট্রোপলিটন সরকার বলেছে, তারা ইতাওয়ানে পদদলনের ঘটনার পর থেকে ৩৫৫ জন নিখোঁজ ব্যক্তির রিপোর্ট পেয়েছে। প্রতিবেদনগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে বলেও জানিয়েছে তারা। শনিবার রাতের ওই ঘটনার পর রোববার সকাল পর্যন্ত জরুরি পরিষেবাগুলো ১৫১ জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে ১৯ জন বিদেশি। এদিকে হ্যালোইন উদযাপনের অনুষ্ঠানে পদদলনের ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া।