সিদ্ধিরগঞ্জে এক অটোরিক্সা চালককে গলাকেটে হত্যা

0

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোমেন মোল্লা নামে এক সবজি ব্যবসায়ী ও সিদ্ধিরগঞ্জে সুজন মিয়া নামের এক অটোরিক্সা চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার ভোরে অটোরিক্সা যোগে যাওয়ার সময় ঝাউগড়া পৌঁছলে ৩/৪ জনের ছিনতাইকারীর দল তাদের গতিরোধ করে মোমেনের কাছে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অপরদিকে ভোরে সিদ্ধিরগঞ্জের সুজন মিয়া নামে এক অটোরিক্সা চালকের গলাকাটা লাশ আটি ওয়াপদা কলোনি এলাকার রাস্তার পাশ থেকে উদ্ধার করে পুলিশ।

Share.

Comments are closed.