সরকার নিয়ন্ত্রিত লোকের সিন্ডিকেটের মাধ্যমেই দেশে এখন নিত্যপণ্যের সংকট তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ লেবার পার্টির বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
দেশের মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের উর্ধ্বগতিতে একেবারে দিশেহারা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, সরকার শুধু নিত্যপণ্যের সংকটে সিন্ডিকেট তৈরি করেই ক্ষান্ত হয়নি, তারা দেশের গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রে এমনকি নির্বাচন কমিশনেও সিন্ডিকেট করে রেখেছে। এসময় নির্বাচন কমিশনের উপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এই নির্বাচন কমিশন পুরোটাই একটা অধীনস্ত কমিশন যা সরকারের কথায় উঠে-বসে আর এমন কমিশনের অধীনে কোনো নির্বাচন সমম্ভব নয় অভিযোগ করে ইসির পদত্যাগ দাবি করেন।