রাজনৈতিক ব্যক্তিরা যখন ব্যর্থ হয়েছেন তখনই দেশকে দিকনির্দেশনা দিয়েছেন জিয়াউর রহমান। তার ডাকেই সিপাহী জনতার অংশগ্রহণে ৭ নভেম্বর বিপ্লব সংঘটিত হয়। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাব আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বাংলাদেশের সার্বভৌমত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘খালেদ মোশাররফের যে অভ্যুত্থান হয়েছিল সেটা মানুষ গ্রহণ করেনি। যার কারণে কোনো সরকারও গঠন করা হয়নি। তখন মানুষ মনে করেছিল এ অভ্যুত্থান করা হয়েছে বাকশাল ফিরিয়ে আনার জন্য। যখনই আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে তখনই জিয়াউর রহমান দেশকে নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ১৫ আগস্টের ঘটনা ঘটেছে।। মুক্তিযুদ্ধের চেতনা বিসর্জন দেওয়ার কারণে একটি পক্ষ সমর্থন করে আরেকটি পক্ষ এর বিরোধিতা করেছে। দেশের অর্থনীতি সংকটের মধ্যে পড়েছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা।