সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শাহ-আলম নামের এক যুবক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পুকুরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহ-আলম পুকুরপাড় গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে এঘটনা ঘটলে পরিবারের লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়, সেখান থেকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।