সিরাজগঞ্জের তাড়াশে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে প্রায় দেড় হাজার বিঘা জমির ধান। পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলার বারুহাঁস ইউনিয়নের কুসুম্বী এলাকার বিস্তীর্ণ মাঠে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। তারা জানান, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা তিন দিনের বৃষ্টিতে বিস্তীর্ণ মাঠ পানিতে ডুবে গেছে। পানি নিষ্কাশনের নালাগুলো বন্ধ থাকায় তলিয়ে যায় পাকা ধান। ধান কেটে ঘরেও নিতে পারছেন না তারা। শ্রমিক সংকটের কারণেও বিপাকে পড়েছেন এ অঞ্চলের কয়েক’শ কৃষক। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন জানান, জলাবদ্ধ জমির ধান দ্রুত না কাটলে নষ্ট হয়ে যাবে। পানি নিষ্কাশনে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।