সিরাজগঞ্জে মা ও দুই ছেলে হত্যার অভিযোগে একজন গ্রেফতার

0

সিরাজগঞ্জের বেলকুচিতে একই পরিবারে মা ও দুই ছেলে হত্যার অভিযোগে আইয়ুব আলী সাগর নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যলয়ে সংবাদ সম্মেলনে হত্যার রহস্য ও গ্রেফতারের তথ্য জানান, সিরাজগঞ্জের এসপি আরিফুর রহমান মন্ডল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসামী আইয়ুব আলী সাগর ও নিহত রওশন আরা সম্পর্কে সৎ মামা ভাগ্নী। সাগর পেশায় একজন তাঁতী। অভাব অনটন ও এনজিওর ঋণের চাপে চরম হতাশাগ্রস্থ ছিল সাগর। গত ২৮ সেপ্টেম্বর তারিখে ভাগ্নীর বাসায় টাকা ধার চাইতে যায় এবং ভাগ্নী টাকা দিতে অস্বীকৃতি জানালে চুরির সিদ্ধান্ত নেয়। পরে ভাগ্নির বাসায় চুরি করতে গেলে একপর্যায়ে ভাগ্নী রওশন আরা জেগে য়ায় পরে পাশে থাকা পাটার শীল দিয়ে বুকে আঘাত করে ও গলা টিপে হত্যা নিশ্চিত করে। পরে শিশু জিহাদ ও মাহিন জেগে গেলে তাদেরও হত্যা করা হয় । এ ঘটনায় ১ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় পুলিশ দ্রুত হত্যার রহস্য উন্মোচন করে ৩ সেপ্টেম্বর আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

Share.

Comments are closed.