সিলেটের জৈন্তাপুরে পৈত্তিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে শমছুউদ্দিনকে হত্যা মামলার পাঁচ আসামীকে গ্রেফতার করেছে রেব-৩।
সোমবার সকালে কারওয়ানবাজারে রেব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেব-৩ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, গত ২৪ মার্চ রাতে গ্রেফতার আসামী তাজউদ্দিনসহ তার আরও ৪ সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে শমছুউদ্দিন ও তার পরিবারের উপর আক্রমন চালায় এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। এসময় মামলার আসামী তাজউদ্দিন তার হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে শমছুউদ্দির মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পৈত্তিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে জানান রেব কর্মকর্তা।