সুনামগঞ্জে অর্ধদিবস হরলতাল পালন

0

সুনামগঞ্জের ছাতকে লাফার্জ-হোলসিম কর্তৃক খোলাবাজারে চুনাপাথর বিক্রির প্রতিবাদে অর্ধদিবস হরলতাল পালন করেছেন স্থানীয় ব্যবসায়ী-শ্রমিকরা।

বুধবার সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ছাতক পৌর এলাকায় এ হরতাল পালিত হয়। হরতালের কারণের ছাতক পৌর শহরে সব ধরনের যানবাহন ও দোকানপাট বন্ধ রাখা হয়। বাঁশ ফেলে সড়ক অবরোধ করেন হরতাল সমর্থকেরা। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। হরতালকারীদের অভিযোগ, শিল্প আইন লংঘন করে লাফার্জ-হোলসিম ভারত থেকে আমদানি করা চুনাপাথর ক্রাশিং করে খোলাবাজারে বিক্রি করছে। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র আমদানিকারক, ব্যবসায়ী ও শ্রমিকরা।

Share.

Comments are closed.