সরকারি গোপনীয়তা ভঙ্গের দায়ে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির আরও তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন জান্তা আদালত।
বৃহস্পতিবার সরকারি গোপনীয়তা ভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় এ আদেশ দেয়া হয়। এতে সব অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের জান্তা আদালত। এর আগে সেপ্টেম্বরের শুরুতেই নির্বাচনে জালিয়াতির একটি মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হন সু চি। এছাড়া, দুর্নীতিসহ একাধিক মামলায় এ পর্যন্ত ১৭ বছরের বেশি কারাদণ্ডের সাজা শুনেছেন তিনি। ধারণা করা হচ্ছে, চলমান সবগুলো মামলায় দোষী প্রমাণিত হলে ১৯০ বছর পর্যন্ত কারাদণ্ড পেতে পারেন সু চি।