লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে ইউরোপসেরা খেলোয়াড়ের খেতাব জিতলেন লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।
ইউরোপসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে থাকা মেসি অবশ্য খালি হাতে ফেরেননি। জিতেছেন মৌসুম সেরা ফরোয়ার্ডের পুরস্কার। সেরা মিডফিল্ডার হয়েছেন ফ্রাংকি ডি ইয়ং। সেরা গোলরক্ষক হয়েছেন এলিসন বেকার।
গেল মৌসুমে দুর্দান্ত পারফরম করেন লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।
২০১৮-১৯ মৌসুমে লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাতে অগ্রণী ভূমিকা রাখেন ফন ডাইক। ফলে শক্তভাবে ইউরোপসেরা হওয়ার দৌড়ে ছিলেন তিনি।
জাতীয় দলের হয়েও বেশ সফল ফন ডাইক। নেদারল্যান্ডসকে উয়েফা নেশনস লিগের ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে সহায়তা করেন তিনি। ফলে ইউরোপসেরা বনে গেছেন এ রক্ষণ প্রহরী।