টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার বাংলাদেশের পরীক্ষা। প্রথম ম্যাচেই সোমবার সকাল ১০টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে সাকিব বাহিনী। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে যাদের বিপক্ষে তিনবারের দেখায়, দুইবারই জিতেছে টাইগাররা। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায়, বেশ কঠিন এক সময় পাড় করছে দল। তার উপর হোবার্টে অনুশীলনের সময়, ডান পায়ে ব্যাথা পেয়েছেন বাংলাদেশ কাপ্তান। টিম ম্যানেজম্যান্ট থেকে জানানো হয়েছে, গুরুত্ব নয় তার ইনজুরি।
টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থেকে বিশ্বকাপে খেলতে নামবেন সাকিব আল হাসান। বিষয়টি সাকিব ভক্তদের জন্য যেমন আনন্দের তেমনি, দেশের কোটি ক্রিকেট ফ্যানের কাছ স্বস্তির বিষয়ও বটে। কিন্তু এই সুখবের বিপরীতে রটে গেছে মন খারাপের মতো খবর। হোবার্টে অনুশীলনের সময় হাঁটুতে ব্যাথা পেয়েছেন টাইগার্ কাপ্তান। নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলের একমাত্র অনুশীলনের সময় ঘটে এই দূর্ঘটনা। দল ফর্মে নেই। আর এমন অবস্থায় দলের অধিনায়ক ব্যথা পেয়েছেন হাঁটুতে। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে দলের হয়ে ভালো খেলা সাকিব ইনজুরিতে পড়লে সেটি হবে বাংলাদেশের জন্য ভরাডুবি। তবে আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে বিসিবি।
সত্য হোক বিসিবি’র বানী। কিন্তু মাঠের লড়াইয়ে ওরা এগারো জন কতোটা পারবে? প্রশ্ন কিংবা কৌতুহলের অবসান হোক ২২ গজের লড়াইয়ে। স্বস্তি হচ্ছে পুরোনো স্ট্যাটিসটিকসে। আইসিসির ইভেন্টে জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে কখনোই হারেনি টাইগাররা। কিছু তরুণ ক্রিকেটার উঠে আসায় এবারের নেদারল্যান্ডস দলটায় তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলটা বেশ ভালো। রোলেফ ফন ডার মারওয়ে, কলিন অ্যাকারমান, টিম ফন ডার গুগটেন, ক্লাসেন, পল ফন মাকেরেন, ব্র্যান্ডন গ্লোভর, টম কুপার, স্টিভেব মাইবুর্গ-বিশ্বকাপ দলে থাকা ডাচ ক্রিকেটারদের মধ্যে তাদেরই সবচেয়ে বেশি ফ্র্যাঞ্চাইজি ও কাউন্টি খেলার অভিজ্ঞতা। দলটির নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটার স্কট এডওয়ার্ড।