সোহরাওয়ার্দী উদ্যানেই বিএনপি কর্মসূচি পালন করবে বলে আশা পুলিশ মহাপরিদর্শকের

0

পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার সিদ্ধান্ত থেকে সরে এসে প্রশাসনের অনুমতিপ্রাপ্ত সোহরাওয়ার্দী উদ্যানেই বিএনপি কর্মসূচি পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শনিবার রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে পুলিশের কৃতি সন্তানদের মাঝে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার এমন আশাবাদের কথা জানান। দলীয় নেতাকর্মীদের আটক নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে কাউকেই আটক করা হচ্ছে না।

ঢাকায় বিএনপির সমাবেশে নাশকতার সুনির্দিষ্ট কোন তথ্য না থাকলেও সব ধরণের শঙ্কা মাথায় রেখেই নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক। শনিবার পুলিশের কৃতি সন্তানদের মাঝে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বিশেষ অভিযানের নামে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে বিএনপির অভিযোগের বিষয়ে পুলিশ প্রধান বলেন, নিয়মিত কার্যকলাপের অংশ হিসেবেই পুলিশ প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করছে। এখানে কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই। পুলিশের সন্তানদের উদ্দেশ্যে আইজিপি বলেন, দেশপ্রেশ বুকে ধারন করে সমাজ ও জাতির কল্যানে কাজ করতে হবে। এ বছর সারাদেশে ১৩৭৯ জন পুলিশের কৃতি সন্তানদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।

Share.

Comments are closed.