আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে বিকল্প প্রস্তাব এলে সেটা বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিকল্প স্থান যদি দলের কাছে সন্তোষজনক মনে হয়, যদি নিরাপদ মনে হয় সেক্ষেত্রে বিবেচনা করা হবে।। রোববার দুপুরে এক জরুরী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ি কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, যেকোনো জায়গায় সমাবেশ করার অধিকার বিএনপির আছে। এটা করতে না দেওয়া সাংবিধানিক অধিকার লঙ্ঘন। এসময় তিনি আরো বলেন বলেন, সরকার বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে হামলা-মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে যতই ভীতিকর পরিবেশ সৃষ্টি করুক না কেন, তাতে দলের নেতাকর্মীরা ভীত নয়। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলা করেই বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে বলে উল্লেখ করেন তিনি। এসময় বিএনপি নেতা ইসরাক হোসেনের গাড়ি ভাঙচুর ও তার উপর হামলার তীব্র নিন্দা জানান জানানো হয়।