শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি জানিয়েছেন, মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে স্কুল ও কলেজের একই শিক্ষানীতির আওতায় মধ্যে আনা হবে, যাাতে কর্মজীবনে কোন শিক্ষার্থী বঞ্চিত না হয়। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপহার বিতরণ ও চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করনীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
উন্নত বিশ্বের শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে চলার চ্যালেঞ্জকে সামনে রেখে উপযুক্ত শিক্ষাক্রম বাস্তবায়ন করতে হবে বলে আলোচনা সভায় মন্তব্য করেন শিক্ষামন্ত্রী । কারিগরি শিক্ষাতে পৃথিবী এগিয়ে যাচ্ছে মন্তব্য করে মন্ত্রী বলেন বর্তমান বিশ্বে শুধু কাগুজে সার্টিফিকেট দিয়ে টিকে থাকা কষ্টকর হয়ে পড়েছে। নতুন বছরের বইয়ে ভূলত্রুটি থাকলে সেগুলো পরবর্তীতে সংশোধনের কথা তিনি।