বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি ৮ জনে ১ জন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। প্রতি বছর প্রায় ২০ হাজার নারী এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। তবে প্রতিরোধের মাধ্যমে তাদের মধ্যে ৫০ শতাংশই নিরাময়যোগ্য। এর জন্য সবার আগে প্রয়োজন সচেতনতা। চতুর্থ বারের মত বাংলাদেশে অনুষ্ঠিত স্তন ক্যান্সার সম্মেলন ২০২২-এ এসব কথা বলেন বক্তারা।
প্রতিবছর দেশে ১৩ হাজারের বেশি স্তন ক্যান্সারের রোগী শনাক্ত হয় এবং প্রায় ছয় হাজারের মত রোগী মৃত্যুবরণ করে। সচেতনতার অভাবে রোগী রোগ শনাক্তকরণ বিলম্বিত হওয়ায় রোগটি জটিল পর্যায়ে চলে যায় বলে মন্তব্য করেন বক্তারা। এ সময় তারা বলেন, স্তন ক্যান্সারের রোগীদের আন্তর্জাতিক মানের সেবাদান নিশ্চিত করতে রোগ নির্নয় সেবা এবং প্রয়োজনীয় সকল উপকরণ সহজলভ্য করা জরুরী। অধ্যাপক ডাঃ কামরুজ্জামান চৌধুরী যুক্তরাষ্ট্রের ক্যান্সার গবেষক অধ্যাপক ডাঃ ডন এস ডিজন জানান, স্তন ক্যান্সার দিনে দিনে আরও জটিল আকার ধারণ করলেও এর চিকিৎসায় বিজ্ঞানও এগিয়ে গেছে অনেক দূর। স্বল্পোন্নত ও মধ্যম আয়ের দেশে স্তন ক্যান্সারের রোগীর বেঁচে থাকার হার ৪০ শতাংশের নিচে, যেখানে উন্নত দেশে এই হার ৮০ শতাংশের বেশি।