বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মেট্রোরেলকে স্মার্ট বাংলাদেশের নতুন সংযোজন হিসেবে অভিহিত করেছেন তিনি। তিনি বলেছেন, ‘বর্তমান সরকার বাংলাদেশের অহংকারের আরেকটি পালক সংযোজন করলো। দেশের প্রথম মেট্রোরেলের ফলক উন্মোচনের পর বুধবার দুপুর সাড়ে ১২টায় সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মেট্রোরেলের উদ্বোধনী ফলকের প্রতিরূপ জনসম্মুখে উন্মোচন করেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। এসময় মেট্রোরেলকে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার মুকুটে আরেকটি পালক বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, মেট্রোরেলের উদ্বোধনের ফলে একই সঙ্গে প্রযুক্তিতে বৈদ্যুতিক এবং দ্রুত গতি সম্পন্ন যানের যুগে প্রবেশসহ চারটি মাইলফলক ছুঁলো বাংলাদেশ। আগামী মাসেই বাংলাদেশের প্রথম পাতাল মেট্রোরেলের নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনি ইশতেহার অনুযায়ি আওয়ামী লীগ তার প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করে যাচ্ছে। মেট্রোরেল ব্যবহারে সবাইকে যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘অনেক টাকা খরচ করে মেট্রোরেল করা হয়েছে। এটা সংরক্ষণ করা, মান নিশ্চিত করা, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ব্যবহারকারীদের দায়িত্ব।