চলচ্চিত্র নিয়ে হতাশার অন্ত নেই। এর ভেতরেই স্বপ্নবাজ মানুষেরা স্বপ্নের জাল বোনে প্রতিনিয়ত।
অভিনয় একটি শক্তিশালী গণমাধ্যম এ কথা অনস্বীকার্য। তার পরেও কেনো এই দূরবস্থা এ নিয়ে গবেষণার অন্ত নেই। আমরা কথায় কথায় তামিল সিনেমার উদাহরন টেনে আনি। তামিল ছবিতে এমন অনেক নায়ক রয়েছে যাদের নিয়ে রীতিমত তোলপাড় সিনেমা ক্রিটিকদের মধ্যে।
উদাহরণস্বরূপ ধানুষের কথা বলাই বাহুল্য। যেখানে চেহারা নয় অভিনয় দক্ষতা ও গল্পের গাঁথুনী দিয়ে নিজের আসন তৈরী করে নিয়েছেন এই তামিল হিরো।
বাংলাদেশেও ধীরে ধীরে এই ট্রেন্ড চালু হচ্ছে। সিনেমা পাগল এমন কতিপয় অভিনেতা বর্তমানে রূপালী পর্দায় আসার প্রস্তুতি নিচ্ছে। তেমনি এক সিনেমা পাগলের নাম শাহরুখ নয়ন।
অদূর ভবিষ্যতে তাকে পর্দায় দেখা যাবে বলে জানিয়েছেন শাহরুখ নয়ন। আকর্ষণীয় গল্প আর অভিনয় দক্ষতা দিয়ে দর্শককে কতোটা সন্তুষ্ট করতে পারবেন সেটাই দেখবার বিষয়। সময়ই বলে দেবে বাকীটা।
তবে সব কথার শেষ কথা একটাই ভালো ষ্টোরি, নির্মানের মুন্সিয়ানা আর অভিনেতার একাগ্রতাই মোড় ঘুরিয়ে দর্শকদের হলমুখী করবে এমনটাই প্রত্যাশা সবার।
স্বপ্ন আর সম্ভাবনার পথে চলচ্চিত্র শিল্প
0
Share.