হতাশাকে দূরে ঠেলে একটুখানি স্বাচ্ছন্দে বেঁচে থাকতে রাজপথে নামতে হয়েছে তাদের। সারাদেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে এমপিওভুক্তির জন্য খুলনা, পিরোজপুর, কুষ্টিয়া, নেত্রকোনা থেকে প্রতিবন্ধী শিক্ষকরা শতশত কিলোমিটারের পদযাত্রা করে ৯ দিনের মাথায় ঢাকা পৌঁছানোর পর তারা দেখা করতে চান প্রধানমন্ত্রীর সঙ্গে। কারণ তিনিই একমাত্র আশা-ভরসার স্থল।
কেউ চোখে দেখেন না। কেউ বা পারেন না হাঁটতে। তবু শতশত কিলোমিটার পায়ে হেঁটে তারা উপস্থিত রাজধানীর বুকে। উদ্দেশ্য একটিই। আর তা হলো প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে প্রতিবন্ধী এই মানুষগুলো জানাতে চান তাদের মানবেতর জীবনের কথা। অনলাইনে আবেদন করা ১ হাজার ৭৭২টি প্রতিবন্ধী স্কুলের এমপিওভুক্তির দাবিতে গত ১২অক্টোবর পায়ে হেঁটে দেশের বিভিন্ন জেলা থেকে পদযাত্রা শুরু করেন এই মানুষগুলো। তাদেরকে সমর্থন করে প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোক্তারা বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রী তার মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন অনেক ক্ষেত্রেই। তাই তিনি অবহেলিত এই মানুষগুলোর তাঁর কাছ থেকে স্বীকৃতি পাবেন বলে আশায় বুক বেঁধে আছেন। প্রতিবন্ধীরাও সমাজের অন্য আর সবার মতো স্বীকৃতি চান ব্যাক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক ভাবে।