স্বাধীনতাবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা সোচ্চার

0

স্বাধীনতাবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা সোচ্চার রয়েছে। এই অপশক্তিকে প্রতিহত না করা পর্যন্ত ঘরে ফিরবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধারা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ঢাকা জেলা ও মহানগর ইউনিট কমান্ডের মুক্তিযোদ্ধা সমাবেশে তারা এসব কথা বলেন।

অবিলম্বে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ও ১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবিতে আয়োজন করা হয় এই সমাবেশের। এতে মুক্তিযোদ্ধারা বলেন, স্বাধীনতাবিরোধী শক্তির মদদপুষ্ট সংগঠন বিএনপির পাকিস্তানী বন্ধুরা ঐতিহাসিক সোহরওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করেছিল বলেই তারা এখানে ১০ ডিসেম্বরের সমাবেশ করতে ভয় পাচ্ছে। সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এ দেশ মুক্তিযোদ্ধাদ্ধের। আর কেউ যেন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করতে না পারে, তার জন্য সকল মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। এ সময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, যেসব বিদেশী শক্তি বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করেছিল বিএনপি তাদের সাথে মিলিত হয়ে আবারও দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ৫০জন মুক্তিযোদ্ধার হাতে পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় মুক্তিযোদ্ধা সমাবেশের।

Share.

Comments are closed.